শরীফ মমতাজ উদ্দিন ডিগ্রি কলেজের এইস এস সি পরীক্ষার্থী মোকতার হোসেনের (১৮) মৃত্যুতের উত্তেজিত ছাত্র জনতা রবিবার বিকাল ৩টা পর্যন্ত ঢাকা-কিশোরগঞ্জ সড়ক ২৬ ঘন্টা অবরোধ করে রাখে। এতে দুর্ভোগের স্বীকার হাজার হাজার যাত্রী।
পুলিশ ও কলেজ অধ্যক্ষ সূত্রে জানা যায়, শনিবার ১২ টার দিকে পরীক্ষার্থী মোকতার হোসেন বাড়ি থেকে কলেজে কোচিং পড়ার জন্য জলসিড়ি পরিবহনের একটি গাড়ীতে করে কলেজে যাচ্ছিল। টোক কলেজ সংলগ্ন বাইপাসে ছাত্রটি গাড়ি থেকে নামতে চাইলে জলসিড়ি পরিবহনের গাড়ী ছাত্রটিকে না নামিয়ে দ্রুত গতিতে টান দিলে ছাত্রটি পড়ে যায় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়লে বীরউজলী উচ্চ বিদ্যালয়, টোক ররেন্দ্র উচ্চ বিদ্যালয় ও শরীফ মমতাজ উদ্দিন কলেজের ছাত্র ও এলাকাবাসী রাস্তা বন্ধ করে বিক্ষোভ মিছিল ও টায়ার জ্বালিয়ে জলসিড়ি পরিবহন বন্ধ সহ চালকের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। কাপাসিয়া থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে ছাত্র-জনতাকে ন্যায় বিচারের আশ্বাস দিলে রবিবার বিকাল ৩ টার দিকে ছাত্র-জনতা অবরোধ তুলে নেয়। এতে ভুক্তভোগী যাত্রীরা হয়রানী থেকে রক্ষা পায়।
জলসিড়ি পরিবহনের পরিচালক জাকির হোসেন দর্জি বকুল জানান, জলসিড়ি পরিবহনের যাত্রী মোকতার হোসেন গাড়ী থেকে লাফ দিলে তার মৃত্যু হয়।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ও সি) মো. আহসান উল্লাহ দুর্ঘটনা সম্পর্কে বলেন, ঢাকা- কিশোরগঞ্জ সড়কের যান চলাচল দীর্ঘক্ষণ বন্ধ ছিল। কাপাসিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় পুররায় যান চলাচল স্বাভাবিক করে।
COMMENTS