পাকিস্তানের সামনে ৩২৭ রানের টার্গেট ছুঁড়ে দিলো টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩২৬ রান সংগ্রহ করে বাংলাদেশ।
বাংলাদেশের পক্ষে ইমরুল কায়েস (৫৯), মমিনুল হক (৫১), সাকিব আল হাসান (৪৪), মুশফিকুর রহিম (৫১), আনামুল হক (১০০) রান করেন।
অতিরিক্ত হিসেবে আসে ২১টি রান।
পাকিস্তানের পক্ষে সাহেদ আজমল ২টি ও তালাহ ১টি করে উইকেট নেন।
এর আগে ১২তম এশিয়া কাপে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। আজ মঙ্গলবার দুপুর ২টায় এ খেলা শুরু হয়।
আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে থাকছেন সাকিব-আল-হাসান। এশিয়া কাপে সাকিবকে পেয়ে স্বস্তি ফিরে পেয়েছেন টাইগার দলপতি মুশফিকুর রহিম।
এর আগে সোমবার সকাল সকাল অনুশীলনে নেমে পড়ে বাংলাদেশ দল। প্রায় তিন ঘণ্টা অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে মুখোমুখি হন মুশফিকুর রহিম।
মুশফিকের ভাষায়, সাকিবের ফেরাটা আমাদের জন্য ভালো দিক। দল একটু ব্যালেন্স হবে। সবচেয়ে বড় কথা হলো, সে দলে থাকলে আমার ওপর চাপ একটু কম থাকে। দলের জন্য সে সব সময়ই সহায়ক।
সাকিব সম্পর্কে মুশফিক আরো বলেন, সাকিব থাকলে দলে একজন বোলারের প্রয়োজন হয় না। সাকিব ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই সেরাটা দিতে পারলে দলের জন্য সেটা গুরুত্বপূর্ণ হবে।
আত্মবিশ্বাস ফিরে পাওয়ার, না মান বাঁচানোর লড়াই? পাকিস্তানের বিপক্ষে মুশফিকদের লক্ষ্য কী- জানতে চাইলে মুশফিক বলেন, ‘বাজে সময় পার করার পর একটি ম্যাচ লাগে নিজেদের ফিরে পেতে। সে ম্যাচে সবাই যদি ভালো শুরু করতে পারি এবং আমরা যদি তিনটি বিভাগেই ভালো করি, তাহলে আমাদের জয়ের সম্ভাবনা থাকবে। আমরা সেদিকটাই ফোকাস করছি। ’
মুশফিক আরো বলেন, ‘সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের আগে ভালো ম্যাচ খেলার দুটি সুযোগ আছে। আমরা যদি তিনটি বিভাগেই ভালো খেলি, তাহলে অবশ্যই জয় পাব।’
নিষেধাজ্ঞা কাটিয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে ফিরছেন সাকিব আল হাসান। সাকিবকে ফেরাতে কিছুটা হলেও স্বস্তি ফিরে পেয়েছেন মুশফিকুর রহিম। মুশফিকের ভাষায়, ‘সাকিবের ফেরাটা আমাদের জন্য ভালো দিক। দল একটু ব্যালেন্স হবে। সবচেয়ে বড় কথা হলো, সে দলে থাকলে আমার ওপর চাপ একটু কম থাকে। দলের জন্য সে সব সময়ই সহায়ক।’
দলে ফিরছেন মাহমুদুল্লাহ রিয়াদও। সোহাগ গাজীর পরিবর্তে রিয়াদ জায়গা পেয়েছেন। অফ ফর্মে থাকা রিয়াদ প্রসঙ্গে বললেন মুশফিক, ‘আশা অনুযায়ী সে ভালো ব্যাটিং করতে পারেনি। কিন্তু বোলিংয়ে ভালো করেছে। আশা করছি, এবার সে সব দিকেই ভালো পারফর্ম করবে।’
মুশফিক একটি বিষয় স্পষ্টভাবে জানান, পাকিস্তান হোক বা শ্রীলঙ্কা, সব দলকে হারানোর ক্ষমতা বাংলাদেশের ক্রিকেটারদের আছে। শুধু পরিকল্পনা অনুযায়ী খেলতে পারছে না বলে এখন ভালো ফলাফল আসছে না। এই মুহূর্তে যেকোনো দলের সঙ্গে খেলাকেই চ্যালেঞ্জিং হিসেবে ব্যাখ্যা করেছেন টাইগার দলপতি।
বাংলাদেশ : ইমরুল কায়েস, আনামুল হক, মমিনুল হক, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব-আল-হাসান, নাসির হোসেন, জিয়াউর রহমান, আব্দুর রাজ্জাক, আবুল হোসেন, মাহমুদুল্লাহ, সফিউল ইসলাম।
পাকিস্তান : আহমেদ শেহজাদ, ফুয়াড আলম, মোহাম্মদ হাফিজ, মিসবাহ-উল-হক (অধিনায়ক), সোহাইব মাকসুদ, উমর আকমাল, শহিদ আফ্রিদি, উমর গুল, মোহাম্মদ তালহা, সাহেদ আজমল, আব্দুর রহমান।
COMMENTS