টি-টোয়েন্টি বিশ্বকাপের ২৪তম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে সহজ জয় তুলে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। আজকের জয়ের ফলে গ্রুপে তিন খেলায় তিনটিতেই জয় পেয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে সেমি ফাইনালে উঠে গেছে ভারত। আর দুই খেলার দু'টিতেই পরাজিত হয়ে পয়েন্ট তালিকার সবার শেষে অবস্থান করছে বাংলাদেশ।
শুক্রবার মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের দেয়া ১৩৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ৯ বল বাকি থাকতেই ৮ উইকেটে জয় পেয়ে যায় ভারত। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৩৮ রান করে টাইগাররা।
ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের দাপটে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ২০ রানের মাথায় পরপর দু'টি উইকেটের পতন ঘটে বাংলাদেশের। বরিচন্দ্রন অশ্বিনের বলে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন তামিম ইকবাল ও শামসুর রহমান। আর ৫ম ওভারের শুরুতেই ভুবনেস্বর কুমারের বলে মাঠ ছাড়েন অলরাউন্ডার সাকিব আল হাসান। দলীয় সংগ্রহ তখন ২১ রান।
১১তম ওভারে ক্যাচ আউট হন অধিনায়ক মুশফিকুর রহিম। মোহাম্মদ সামির বলে বিরাট কোহলির হাতে ক্যাচ তুলে দিয়ে মাঠ ছাড়েন তিনি। দলীয় ৮২ রানের মাথায় অমিত মিশরার বলে সাজঘরে ফেরেন এনামুল হক। তিনি সংগ্রহ করেন ৪৪ রান। এরপর খেলার হাল ধরেন মাহমুদুল্লাহ ও নাসির হোসেন। এই জুটি করেন ৪৯ রান। দলীয় ১৩১ রানের মাথায় এই জুটি ভাঙ্গেন অমিত মিশরা। নাসির হোসেনকে সাজঘরে পাঠান তিনি।
জবাবে খেলতে নেমে রোহিত শর্মা ও বিরাট কোহলির ঝড়ো ইনিংসের সুবাদে সহজ জয় পেয়ে যায় ভারত। ৯ বল বাকি থাকতেই ৮ উইকেটে জয় পেয়ে যায় ভারত।
খেলতে নেমে ৩য় ওভারের আল আমিন হোসেনের বলে মাঠ ছাড়েন শেখর ধাওয়ান। তার সংগ্রহ ছিল ১ রান। এরপর বিরাট কোহলি আর রোহিত শর্মার জুটি দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দেয়।
তবে দলীয় ১১৩ রানের মাথায় মাশরাফির বলে রোহিত শর্মা আউট হন। তার সংগ্রহ ছিল ৫৬ রান।
এরপর কোহলির সাথে খেলতে নামেন মহেন্দ্র সিং ধোনি। অবশেষে ১৮ ওভার ৩ বলে ১৪১ রান করে খেলা শেষ করে ভারত।
COMMENTS