হংকংয়ের কাছে শেষ ম্যাচ হেরেও ‘সুপার টেন’ নিশ্চিত হয়েছে বাংলাদেশের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২ উইকেটে হেরেছে বাংলাদেশ।
সাকিব আল হাসানের করা দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে স্ট্যাম্পিং হয়ে যান ওয়াকাস বারকাত।
টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে জটিল সমীকরণ এড়িয়ে মূল পর্বের লড়াইয়ে উত্তীর্ণ হয়েছে বাংলাদেশ দল। হংকংয়ের সঙ্গে ব্যাটিং বিপর্যয়ের ফলে (১০৮ রান) এই জটিল সমীকরণে পড়ে টাইগাররা। ১৩.১ ওভারের মধ্যে হংকং জয় পেলে টাইগারদের বিশ্বকাপের মূল পর্বে খেলার স্বপ্ন বাতিল হয়ে যেত। কিন্তু হংকং এই জটিল সমীকরণে গা ভাসাতে পারেনি। এতে টাইগারদের মূল পর্ব বা টপটেনে খেলা নিশ্চিত হয়েছে।
মূল পর্বে খেলার জন্য বাছাই পর্বে ইতোমধ্যে দুটি করে ম্যাচ জিতেছে নেপাল ও বাংলাদেশ। হংকং ১৩.১ ওভারে ১০৯ রান টপকে জয় নিশ্চিত করতে পারলে নেপাল পয়েন্টের হিসাবে টপটেনে খেলার সুযোগ পেত।
অষ্টম ওভারের প্রথম বলে ইরফান আহমেদকে মুশফিকুর রহিমের গ্লাভসবন্দী করে দ্বিতীয় সাফল্য এনে দেন সাকিব আল হাসান। শেষ বলে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন জেমি অ্যাটকিনসনকে।
বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ গ্রুপের শেষ খেলায় টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। তানভীর আফজালের করা প্রথম ওভারেই বিদায় নেন তামিম ইকবাল ও সাব্বির রহমান।
দ্বিতীয় বলে বোল্ড হয়ে যান তামিম। আর শেষ বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিন নম্বর ব্যাটসম্যান সাব্বির।
তৃতীয় উইকেটে এনামুল হককে নিয়ে বিপদ কাটানোর চেষ্টা করেন সাকিব আল হাসান। নাদিম আহমেদের বলে টানা তিনটি চার মেরে এনামুল বিদায় নিলে ভাঙ্গে ৩০ বলে ৪৮ রানের জুটি। জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে বোল্ড হন এনামুল।
অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে সাকিবের সাবলীল ব্যাটিং দলকে একাদশ ওভারে ৩ উইকেটে ৮৫ রানের চমৎকার অবস্থানে দাঁড় করিয়েছিল। ২৭ বলে ৬টি চারের সাহায্যে ৩৪ রান করে সাকিবের বিদায়ের পরেই খেলার চিত্র পাল্টে যায়।
এরপর স্বাগতিকদের ইনিংস টেকে আর মাত্র ৩৫ বল। ২৩ রানে তারা হারায় শেষে ৭ উইকেট।
দ্বাদশ ওভারে বিদায় নেন মুশফিক। এক ওভার বিরতির পর অধিনায়ককে অনুসরণ করেন মাহমুদুল্লাহ। পরের ওভারের পরপর দুই বলে ফরহাদ রেজা ও আব্দুর রাজ্জাকের বিদায়ে বিপদ আরো বাড়ে।
এক প্রান্তে নাসির হোসেন অবিচল থাকলেও অন্য প্রান্তে রুবলে হোসেন ও আল-আমিন হোসেনের বিদায়ে ২১ বল বাকি থাকতেই থেমে যায় স্বাগতিকদের ইনিংস।
২১ রানে ৪ উইকেট নিয়ে বাঁহাতি স্পিনার নাদিম হংকংয়ের সেরা বোলার। বাংলাদেশকে অল্প রানে বেধে রাখতে ১৯ রানে ৩ উইকেট নেয়া লেগস্পিনার নিজাকাতের অবদানও কম নয়।
COMMENTS