গাজীপুরে অবস্থানরত চট্টগ্রামবাসীদের সংগঠন বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর জেলা শাখার উদ্যোগে ‘চট্টল দিবস ও মিলনমেলা’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে গাজীপুর মহানগরীর জাতীয় কৃষি শিক্ষা কেন্দ্র এর (সাডির্) ক্যাম্পাসে এ মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।
সংগঠনের সভাপতি এ এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং আইন ও বিচার বিভাগের উপসচিব মোঃ শহিদুল আলম ঝিনুক, ড. আবু তাহের মাসুদ, কাউন্সিলর জাবেদ আলী জবে, মাহবুব রশীদ শিপু, সাধারণ সম্পাদক কৃষিবিদ এমএ আই কুতুবী প্রমুখ।
শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
COMMENTS