কাপাসিয়ায় ২১ মার্চ শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১ টায় জাহিদুল ইসলাম উজ্জল (২২) নামক এক বখাটেকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রীকে (২১) ধর্ষণের চেষ্টার অভিযোগে কাপাসিয়া থানা পুলিশ নলগাঁও গ্রাম থেকে গ্রেফতার করেছে ।
পুলিশ সূত্রে জানা যায়, কাপাসিয়া উপজেলার খয়রা পাড়ার নলগাও গ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রী রাতে পড়াশুনা শেষ করে। বখাটে উজ্জল ও তার সহযোগি কাওসার কৌশলে ছাত্রীটিকে তার পড়ার ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করে। ছাত্রীর চিৎকারে বাড়ির লোকজন বখাটে উজ্জলকে হাতে নাতে ধরে ফেলে। সহযোগি কাওসার পালিয়ে যায়। বখাটে উজ্জলকে থানা পুলিশে দেয়।
কাপাসিয়া থানার এস আই আফছার উদ্দিন বলেন, ধর্ষণের চেষ্টার অভিযোগে বখাটে উজ্জলকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ছাত্রীর বাবা মোছলেহ উদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। বখাটে উজ্জল নলগাঁও গ্রামের আবুল ফকিরের ছেলে।
COMMENTS