লাক্স-চ্যানল আই সুপার স্টারখ্যাত অভিনেত্রী ফাতেমাতুজ জোহরা ঈতিশা তার দ্বিতীয় সিনেমার শুটিং শুরু করেছেন। এতে তাকে একজন নির্ভিক সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে। পারভেজ ফ্লিম (সোহল রানা) এর প্রযোজিত ধ্বংস মানব সিনেমায় আরো অভিনয় করছেন সাইমন সাদিক, রুবেল, আলেকজান্ডার বো, ওয়াসিম, নানাশাহ, সুব্রতসহ অনেকে।
এ বিষয়ে ঈতিশা গাজীপুর অনলাইনকে বলেন, ‘চলচ্চিত্রে দ্বিতীয় বারের মত কাজ করতে যাচ্ছি। আর এখন থেকে বড়পর্দাতে নিয়মিত কাজ করতে চাই। যেহেতু আমার বাবা, দাদা সবাই এখনও সিনেমা নিয়েই আছেন তাই আমিও এ মাধ্যমে অবদান রাখতে চাই।’
তিনি আরো বলেন, ধ্বংস মানব সিনেমায় আমার বাবাও কাজ করছেন। আমার চরিত্রটিও ভিন্নধর্মী। এর কাহিনিও আমার ভালো লেগেছে। আশা করছি দর্শকদেরও তা ভালো লাগবে।’
ধ্বংস মানব-এর শুটিং শুরু হয়েছে রবিবার ২ মার্চ থেকে। ঢাকার প্রিয়াংকা শুটিং প্যালেসে ছবিটির প্রথম দিনের শুটিং হয়েছে। এরপর গাজীপুর কৃষি গবেষনা ইনস্টিটিউট, সার্ডি এর শুটিং হবে।
পরিচালক মিজানুর রহমান শামীম জানান, পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন সাইমন সাদিক। আর একজন নারী সাংবাদিক হিসেব দেখা যাবে ঈতিশাকে।
বর্তমান সামাজিক প্রেক্ষাপট নিয়ে ছবির গল্প। এতে দেখা যাবে, কয়েকজন সাংবাদিক খুন হলেও এর বিচার হয় না। আবার পুলিশ অফিসার অপরাধীকে মেরে ফেলে কোন বিচার ছাড়াই। সব মিলিয়ে বর্তমানে ছবি উঠে আসবে বলেই মনে করেন নির্মাতা।
COMMENTS