বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যকার সংঘর্ষে ৭ জন আহত হয়েছে।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সাধারণ সম্পাদক গ্রুপ আলাদাভাবে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করছিল। দুপুরের দিকে হঠাৎ করেই সভাপতি আব্দুল্লাহ আল-মাসুম গ্রুপের কর্মীরা সাধারণ সম্পাদক কামাল হোসেন গ্রুপের ওপর হামলা করে। হামলায় সাধারণ সম্পাদকসহ তার গ্রুপের ৫ জন আহত হয়েছে। আহত অন্য কর্মীরা হলেন- মিজান (২২), নাসির উদ্দিন (২৮), আকাশ (২২) এবং রেজাউর রহমান রাতুল (২৩)। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনায় সভাপতি গ্রুপেরও দুইজন আহত হয়।
COMMENTS