পলাশ প্রধানঃ আগামীদিনে জঙ্গীবাদ মুক্ত রাজাকারমুক্ত একটি শান্তির দেশ হিসেবে গড়ে তুলতে ছাত্রছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি গণতন্ত্র রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনে এগিয়ে আসতে হবে। সবাই মিলে এক হয়ে দেশের শান্তি ও মঙ্গল কামনায় বর্তমান প্রজন্মের সন্তানদের এদেশকে জঙ্গীবাদ ও রাজাকারমুক্ত দেশ গড়তে হবে। এদেশে জঙ্গীবাদের কোন স্থান নাই, ধর্মীয় গোড়ামির কারণে এ দেশে জঙ্গীবাদ সৃষ্টি হচ্ছে। এজন্য দেশের প্রত্যেকটি নাগরিককে শিক্ষার আলোতে আলোকিত করতে হবে। মানুষের মাঝে শিক্ষার আলো থাকলে ধর্মীয় গোড়ামি দূরীভূত হবে। বর্তমানে দেশে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, জঙ্গীবাদের পক্ষে যারা কথা বলে তাদেরকে সহযোগিতা করে তারাও দেশের শত্রু। সবাই মিলে জঙ্গী মাস্তানদের ঝেড়ে ফেলে দিয়ে একটি শান্তিময় সুখী সমৃদ্ধশালী দেশ গড়ে তুলতে হবে।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি আজ শনিবার সকালে টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ মাঠে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
গাজীপুরের ঐতিহ্যবাহী সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজের গভনিং বর্ডির সভাপতি আলহাজ্ব মো. জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুখ্য আলোচনা অনুষ্ঠানে মুখ্য আলোচ্ক হিসেবে বক্তব্য রাখেন ৭১ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মো. মোজাম্মেল বাবু, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সুচিন্তা ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ এ. আরাফাত, বাংলাদেশ জাতীয় সংসদের সর্বদলীয় সংসদীয় গ্রুপের সেক্রেটারী জেনারেল শিশির শীল।
এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ মো. হাফিজ উদ্দিন তালুকদার, টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ এবিএম আফাজ উদ্দিন, টঙ্গী পাইলট হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আলাউদ্দিন মিয়া, গভনিং বর্ডির সদস্য মো. মনসুরুল আলম মঞ্জু, মো. আবুল কাশেম প্রমুখ।
তথ্য মন্ত্রী হাসানুল ইনু এমপি মুক্তিযুদ্ধে গাজীপুরের মানুষের অবধানের কথা স্মরণ করে বলেন, ১৯৭১ সালের ৫ মার্চ এবং ১৯ মার্চ বাঙালি সেনা ও গাজীপুরবাসী পাক বাহিনীর বিরুদ্ধে প্রথম বিদ্রোহ ঘোষনা করেন। এ যুদ্ধে টঙ্গীতে শহীদ হন ৪ জন এবং অসংখ্য আহত হন। ১৯ মার্চ হুরমত আলী, নেয়ামত, মনু খলিফাসহ অসংখ্য বাঙালি শহীদ হন। তিনি এসব শহীদদের শ্রদ্ধা জানিয়ে গাজীপুরবাসীকে মুক্তিযুদ্ধে প্রথম অংশগ্রহণের জন্য অভিনন্দন জানান।
তথ্য মন্ত্রী এদেশে নারীদের অবধানের কথা স্বীকার করে বলেন, এদেশে যে কোন যুদ্ধে পুরুষের চেয়ে নারীরা এক ধাপ এগিয়ে আছেন। বর্তমানে নারীরা পুরুষের পাশাপাশি সকল ক্ষেত্রে সমঅধিকার নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছে। বর্তমান সরকার নারীদের সকল ক্ষেত্রে তাদের অধিকার কার্যকর করতে কাজ করছে।
শেষে কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু শিক্ষা প্রতিষ্ঠানটির ৫ম শ্রেণী থেকে এইচএসসি পর্যায়ের এক হাজার এ+ প্রাপ্ত ছাত্রছাত্রীদের মাঝে ক্রেস্ট প্রদান করেন।
COMMENTS