সোমবার গাজীপুরের কাজী আজিমউদ্দিন কলেজের উদ্যোগে বঙ্গবন্ধুর ৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ডিজিটাল ছবি ও ভিডিও প্রদর্শনী করা হয়। সকাল ৯টায় এ প্রদর্শনী উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আলতাফ হোসেন।
সন্ধ্যা ৬ টায় সমাপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন গাজীপুর ২আসনের সংসদ সদস্য মো. জাহিদ আহসান রাসেল।
এ উপলক্ষে তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে দিনব্যাপী ডিজিটাল ছবি ও ভিডিও প্রদর্শনীর আয়োজনের মাধ্যমে আজকের প্রজন্ম স্বাধীনতার আন্দোলন ও মুক্তি সংগ্রামে বঙ্গবন্ধুর সাহসী ভূমিকা সম্পর্কে জানতে পারবে। অনুষ্ঠানের অয়োজক প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. ওয়াজউদ্দিন মিয়া।
এ প্রদর্শনীতে ক্ষণজন্মা মহাপুরুষ সিডি দেখানো হয়োছে দিনব্যাপী। অন্যদিকে ২০০ ছবির বিবরণসহ প্রদর্শনীতে স্থান পেয়েছে।
উল্লেখ্য, সকাল ১০টায় কাজী আজিমউদ্দিন কলেজ মিলনায়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবাষিকী উপলক্ষে অধ্যক্ষ প্রফেসর ড. মো. আলতাফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা, ক্ইুজ প্রতিযোগিতা ও কবিতা পাঠের আয়োজন করা হয়।
COMMENTS