কাশিমপুর কারাগারে স্থানান্তরিত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। রোববার রাতে ভিন্ন সময়ে তাদের ঢাকা থেকে কাশিমপুরে স্থানান্তর করা হয়।
কাশিমপুর ঢাকা কেন্দ্রীয় কারাগার-২ এর সুপার জাহাঙ্গীর কবির জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়।
এর আগে ওইদিন আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে আদালত মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ঢাকা মহানগরের সদস্য সচিব আব্দুস সালামকে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালতের বিচারক।
গত বছরের ২৪ ডিসেম্বর বাংলা মোটর এলাকায় গাড়িতে পেট্রোলবোমা ছুড়ে পুলিশ হত্যা, ৩০ নভেম্বর মালিবাগ ও ৩ জানুয়ারি পরিবাগে বাসে পেট্রোল বোমা ছুড়ে মানুষ হত্যা ও নাশকতার তিনটি মামলায় গত ২০ জানুয়ারি হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের জামিন পান ফখরুল। এছাড়া আব্বাস এবং সালামও ওই তিন মামলায় জামিন পান।
কিন্তু রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ৯ মার্চ ওই ৩ জনসহ বিএনপির ৫ নেতার জামিন বাতিল করে দেন। পরে ১৬ মার্চ তারা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আত্মসমর্পন করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তারকৃত বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে রোববার রাত ৯টার দিকে কাশিমপুর ঢাকা কেন্দ্রীয় কারাগার-১ এ স্থানাস্তর করা হয়েছে বলে কারা সূত্র জানায়।
COMMENTS