আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলের সীমান্তবর্তী এলাকা জিরানীতে একটি তৈরি পোশাক কারখানায় কর্মকর্তাদের বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা।
মঙ্গলবার সকাল থেকে শিল্পাঞ্চলের জিরানী এলাকায় সাথী ফ্যাশন অ্যাপারেলসের শ্রমিকরা এ কর্মবিরতি পালন করছেন। শ্রমিকরা জানান, কারখানায় যথেষ্ট পরিমাণ কার্যাদেশ না থাকায় গত চার মাস যাবৎ শ্রমিকদের বেতন অনিয়মিতভাবে পরিশোধ করে আসছে মালিকপক্ষ। তবে এ সময়ের মধ্যে কারখানার প্রায় ৪৫ জন কর্মকর্তার বেতন পরিশোধ করেনি কর্তৃপক্ষ। এ অবস্থায় অসহায় হয়ে পড়েছেন ওই কর্মকর্তারা। গত রোববার বেতন পরিশোধের আশ্বাস দিয়েও পরে তা পরিশোধ করেনি মালিকপক্ষ। এ ছাড়া বেতন পরিশোধ না করে ওই দিন থেকে কর্মকর্তাদের বাধ্যতামূলক ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে কারখানার সহস্রাধিক শ্রমিক কর্মবিরতি শুরু করেন। কর্মকর্তাদের বেতন পরিশোধ করা না হলে কাজে যোগ না দেওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চক্রবর্তী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের ব্যাপারে শিল্প পুলিশ মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছে। কারখানার আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
COMMENTS