মুক্তিযোদ্ধাদের স্মরণ করতে যেমন স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে, তেমনি স্বাধীনতা বিরোধীদের জন্য ঘৃণাস্তম্ভ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
বৃহস্পতিবার পাবলিক লাইব্রেরি ভিআইপি সেমিনার কক্ষে এজাহিহাফ আয়োজিত এক আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, বাংলার শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের স্মরণ করতে আমরা যেমন স্মৃতিসৌধ নির্মাণ করেছি, তেমনি স্বাধীনতা বিরোধীদের জন্য ঘৃণাস্তম্ভ করা হবে। যাতে সেখানে মানুষ তাদের ঘৃণার প্রকাশ করতে পারে।
এসময় স্বাধীনতা বিরোধীরা বাঙালির চিরশত্রু বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বলেন, যারা ভুয়া সনদ সংগ্রহ করে মুক্তিযুদ্ধ অংশ না নিয়ে মুক্তিযোদ্ধা সেজে বসে আছেন তাদের সনদ অবশ্যই বাতিল করা হবে। আর সনদ নকলের দায়ে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে প্রকৃত মুক্তিযোদ্ধার সনদ ডিজিটালাইজড করা হবে বলেও জানান তিনি।
এজাহিকাফ’র সভাপতিমন্ডলীর সদস্য, বিপ্লবী কবিরতœ মুহম্মদ আবদুল খালেক’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভা উদ্বোধন করেন বিচারপতি মোঃ মুনসুরুল হক চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক এমপি আশরাফুন্নেছা মোশাররফ, বিশিষ্ট লেখক বীরমুক্তিযোদ্ধা শরীফ এম. আফজাল হোসেন, রয়েল প্লাষ্টিক ইন্ডাষ্ট্রিজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক, বহুভাষাবিদ মোঃ নুর উদ্দিন মোল্লা, রাজশাহী বিভাগের ডিআইজি (প্রিজন্স) মোঃ বজলুর রশীদ, সোনালী ব্যাংক লিঃ এর ডিজিএম বীরমুক্তিযোদ্ধা লায়ন মোঃ মোফাজ্জল হোসেন, দেশের আলোচিত কবি লিয়াকত আলী শাহ। প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও টিভি উপস্থাপক লায়ন সালাম মাহমুদ। বক্তব্য রাখেন এজাহিকাফ’র সাংগঠনিক সম্পাদক মোঃ জহিরুল হক বশির। অনুষ্ঠান উপস্থাপনা করেন চিত্রনায়ক মাহারুক খান।
উৎসবে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ মাননীয় মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এম.পি মহোদয়কে এজাহিকাফ স্বাধীনতা আজীবন সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক এমপি আশরাফুন্নেছা মোশাররফ, বিশিষ্ট লেখক বীরমুক্তিযোদ্ধা শরীফ এম. আফজাল হোসেন, রয়েল প্লাষ্টিক ইন্ডাষ্ট্রিজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক, বহুভাষাবিদ মোঃ নুর উদ্দিন মোল্লা, রাজশাহী বিভাগের ডিআইজি (প্রিজন্স) মোঃ বজলুর রশীদ, সোনালী ব্যাংক লিঃ এর ডিজিএম বীরমুক্তিযোদ্ধা লায়ন মোঃ মোফাজ্জল হোসেন, দেশের আলোচিত কবি লিয়াকত আলী শাহ। প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও টিভি উপস্থাপক লায়ন সালাম মাহমুদ। বক্তব্য রাখেন এজাহিকাফ’র সাংগঠনিক সম্পাদক মোঃ জহিরুল হক বশির। অনুষ্ঠান উপস্থাপনা করেন চিত্রনায়ক মাহারুক খান।
উৎসবে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ মাননীয় মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এম.পি মহোদয়কে এজাহিকাফ স্বাধীনতা আজীবন সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
COMMENTS