গাজীপুরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ বরকত ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে বর্নাঢ্য কুচকাওয়াজ। জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম, ও পুলিশ সুপার আব্দুল বাতেন বেলুন ও পায়রা উড়িয়ে এর উদ্বোধন করেন।
বিভিন্ন স্কুল-কলেজ, আনসার, পুলিশ এবং বিভিন্ন সামাজিক সংগঠন কুচকাওয়াজে অংশ নেয়। দিবসের প্রথমে বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পন করে জেলা প্রশাসক, পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং প্রশাসনের কর্মকর্তাসহ সর্বস্তরের জনগন শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।
এদিকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউটে দিনব্যাপী কুচকাওয়াজ, খেলাধুলা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম মন্ডল।
COMMENTS