এবার হকিতে এশিয়ার সেরা হয়েছে বাংলাদেশ। অর্থাৎ এশিয়ান গেমস হকির বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আজ রবিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ৬-১ গোলের বিশাল ব্যবধানে প্রতিযোগিতার গতবারের চ্যাম্পিয়ন ওমানকে হারিয়েছে।
বাংলাদেশের পক্ষে দুটি করে গোল করেন ফরোয়ার্ড হাসান জোবায়ের নিলয় এবং মিডফিল্ডার পুষ্কর খীসা মিমো। বিজয়ী দলের অন্য গোল দুটো ডিফেন্ডার মামুনুর রহমান চয়ন ও মিডফিল্ডার শেখ মোহাম্মদ নান্নুর। ওমানের সান্ত্বনাসূচক গোলদাতা মিডফিল্ডার রজব বাশিম খাতার। এদিকে স্থান নির্ধারণী ম্যাচে সিঙ্গাপুরকে ৩-২ গোলে হারিয়ে শ্রীলঙ্কা তৃতীয় এবং চাইনিজ তাইপেকে ২-১ গোলে হারিয়ে ইরান পঞ্চম হয়েছে। ৬টি দলই আগামী সেপ্টেম্বর-অক্টোবরে দক্ষিণ কোরিয়ার ইনচনে এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে।
২০০৬ সালে ঢাকায় এশিয়ান গেমস হকির বাছাই পর্বেও চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। তবে চার বছর আগে এই প্রতিযোগিতায় পঞ্চম হয়েছিল তারা। ১৩ মিনিটে চয়নের সফল পেনাল্টি কর্নার এগিয়ে দেয় বাংলাদেশকে। ২৪ মিনিটে ফিল্ড গোল করে ওমানকে সমতায় ফেরান রজব। তবে ২৯ মিনিটে শেখ মোহাম্মদ নান্নুর পাস থেকে আবার স্বাগতিকদের এগিয়ে দেন নিলয়। ৪৫ মিনিটে মাঝ মাঠ থেকে বল নিয়ে ঢুকে চমৎকার হিটে ব্যবধান ৩-১ করেন মিমো। ৬৫ মিনিটে নিলয়ের দ্বিতীয় গোলে জয় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। শেষ দুই মিনিটে মিমো ও নান্নুর লক্ষ্যভেদ বড় জয়ও এনে দেয়।
COMMENTS