হোতাপাড়ায় মসজিদের নির্মাণ কাজ করতে গিয়ে মাটি চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে এ ঘটনায় নিহত আবুল কাশেম মোল্লা (৪৫) মাগুরার চিমাখালী গ্রামের আব্দুল হামিদ মোল্লার ছেলে।
জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক কৃপা সিন্ধু তরফদার জানান, গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া বাজারের পাশে জিলানী জামে মসজিদের নির্মাণ কাজের জন্য গভীর করে মাটি কাটা হয়।
বিকালে গর্তে বসে রড বাঁধছিলেন কাশেম মোল্লা। হঠাৎ মাটি ভেঙে তার ওপর পড়ে।
স্থানীয় লোকজন তাকে মাটির ভেতর থেকে মৃত অবস্থায় উদ্ধার করে বলে জানান কৃপা সিন্ধু। কাশেম হোতাপাড়া মনিপুর এলাকায় ভাড়া থাকতেন এবং দিনমজুরের কাজ করতেন।
COMMENTS