ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিসিসিআইয়ের প্রস্তাব গ্রহণ করলে আসন্ন সপ্তম আইপিএলের ৪৪ থেকে ৬০টি ম্যাচ ভারতে হবে। বাকি ১৬ ম্যাচের আয়োজন করবে বাংলাদেশ।
৯ এপ্রিল শুরু হতে পারে সপ্তম আইপিএল। এপ্রিলে শুরু হওয়া ভারতের লোকসভা নির্বাচন চলবে মে মাস পর্যন্ত। সমস্ত ফ্র্যাঞ্চাইজি মালিকরা গর্ভনিং কাউন্সিলকে জানিয়েছে, ওই সময়ে আইপিএলের কোনো ম্যাচ থাকলে তা নিরাপত্তার খাতিরেই দেশের বাইরে আয়োজন করা উচিৎ। প্রসঙ্গত, ২০০৯ সালে গত লোকসভা নির্বাচনের জন্য দ্বিতীয় আইপিএল দক্ষিণ আফ্রিকাতে আয়োজন করা হয়েছিল।
সূত্রের খবর, ৪৪ থেকে ৭৩ শতাংশ ম্যাচ দেশের মধ্যেই করার কথা ভাবা হচ্ছে। দক্ষিণ আফ্রিকায় মাত্র ১৬টি ম্যাচের আয়োজন করা অর্থনৈতিক ভাবে সম্ভব নয়। তাই প্রতিবেশী বাংলাদেশের কথা ভাবা হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ৯ এপ্রিল থেকে ৩ জুনের মধ্যে বিসিসিআইকে সপ্তম আইপিএল শেষ করতেই হবে। কারণ তারপরই টিম ইন্ডিয়া ইংল্যান্ড সফরের উদ্দেশে রওনা দেবে।
COMMENTS