ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব আইয়াদ আমিন মাদানি সোমবার দুপুরে গাজীপুর মহানগরীর বোর্ড বাজারে অবস্থিত ওআইসির অঙ্গ প্রতিষ্ঠান ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি সেখানে কর্মরত শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন শিক্ষা সচিব ড. মো: সাদিক, পররাষ্ট্র মন্ত্রনালয়ের মহাপরিচালক তারিক আহসান এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির উপাচার্য ড. এম ইমতিয়াজ হোসেনসহ বিভাগীয় প্রধান ও শিক্ষকমন্ডলী।
ওআইসি মহাসচিব ইউনিভার্সিটির ল্যাবরেটরী, ওয়ার্কসপ পরিদর্শন করেন এবং শ্রেণীকক্ষে শিক্ষাদান পদ্ধতি প্রত্যক্ষ করেন। এসময় মহাসচিব আইয়াদ আমিন মাদানি আমেরিকাসহ বিশ্বমানের লেখাপড়া করানোর ব্যাপারে তাগিদ দিয়ে প্রতিষ্ঠানের শিক্ষাদান পদ্ধতির আরো মান বাড়ানোর পরামর্শ দেন এবং প্রতিষ্ঠানে ছাত্রীদের আবাসন ব্যবস্থা গড়ে তোলার জন্য অর্থায়নের আশ্বাস প্রদান করেন।
পরিদর্শনকালে মহাসচিব আইইউটির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ক্যাম্পাসে একটি বকুল গাছের চারা রোপন করেন। আইইউটিতে বর্তমানে ওআইসি দেশভুক্ত ২০টি দেশের সহস্রাধিক শিক্ষার্থী রয়েছে।
COMMENTS