কালিয়াকৈরে এক মাদক ব্যাবসায়ীকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ২৭ মার্চ দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক ব্যবসায়ীকে এ দন্ড দেন।
কালিয়াকৈর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তোফায়েল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাতে অভিযান চালিয়ে উপজেলার সরকারী খাদ্য গুদামের পাশ থেকে মাদক ব্যাবসায়ী শহিদকে (৩০) সাড়ে ৪’শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ব্যবসায়ীর স্বীকারোক্তির ভিত্তিতে তাকে ৬ মাসের কারাদন্ডের আদেশ দেন। পরে পুলিশ তাকে জেলহাজতে প্রেরণ করে।
সাজাপ্রাপ্ত মাদক ব্যাবসায়ী শহিদ কুড়িগ্রাম জেলার নাগেশ্বর উপজেলার শালমারা গ্রামের মৃত গরীবউল্লার পুত্র।
COMMENTS