দেশের পাঁচটি উন্নয়ন প্রকল্পে ১ দশমিক ১৮ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে জাপান। শনিবার বিকেল সাড়ে চারটায় ঢাকা সফররত জাপানের পররাষ্ট্রমন্ত্রীর সংবাদ সম্মেলন হতে এ তথ্য জানানো হয়।
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি মিড মিনা সংবাদ সম্মেলনে বলেন, জাপানের পররাষ্ট্রমন্ত্রী দুদেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়ে বেশ কিছু প্রস্তাবনা নিয়ে ঢাকায় সফর করছেন। এ বিষয়ে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন।
এর আগে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এমএইচ মাহমুদের সঙ্গে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে বৈঠক করেন।
উল্লেখ্য, ২৪ ঘন্টার সফর শেষে আজ রাতেই টোকিও ফিরে যাবেন জাপান পররাষ্ট্রমন্ত্রী।
COMMENTS