কালিয়াকৈর উপজেলা সফিপুর বাজারের সিকদার কমপ্লেক্সে রোববার বিকেলে আওয়ামী লীগের বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন সিকদারকে (আনারস) একক প্রার্থী হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নাছিম কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় বক্তৃতা করেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাদি শামীম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রশিদ, চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন সিকদার, আব্দুল ওয়াহাব মিয়া প্রমুখ। এ সময় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের বিপুল পরিমাণ নেতাকর্মী উপস্থিত থেকে কামাল উদ্দিন সিকদারের প্রতি সমর্থন জানান।
উল্লেখ্য গত ২৭ ফেব্রুয়ারিতে গাজীপুর জেলা আওয়ামী লীগের এক সভায় তৃর্ণমূল ভোটের ভিত্তিতে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি রেজাউল করিম রাসেল বিজয় অর্জন করলেও তাকে লিখিত দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। ফলে আওয়ামী লীগের প্রার্থী কে রেজাউল করিম রাসেল না কামাল উদ্দিন সিকদার এ নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে গুঞ্জন শুরু হয়।
এ উপজেলায় নির্বাচনের শেষ মুহুর্তে কেন্দ্রীয় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কামাল উদ্দিন সিকদারকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজমত উল্লাহ খান এক পত্রে বিদ্রোহী প্রার্থী রেজাউল করিম রাসেলকে নির্বাচন থেকে সড়ো দাড়িয়ে আওয়ামী লীগের দলীয় প্রার্থী কামাল উদ্দিন সিকদারের পক্ষে কাজ করার জন্য নির্দেশ পত্র দেন। রেজাউল করিম রাসেল (মোটর সাইকেল) প্রতীক নিয়ে দলীয় সিদ্ধান্ত মেনে না নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
COMMENTS