কালিয়াকৈর উপজেলা পরিষদ নির্বাচনে শনিবার বিকেলে প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থীদের জনতার মুখোমুখী মঞ্চে সমবেত করা হয়।
সু-নাগরিকের জন্য শাসন (সুজন) আয়োজিত স্থানীয় গোলাম নবী পাইলট উচ্চ বিদ্যালয় শহীদ মিনারের পাদদেশে জনতার মুখোমুখী অনুষ্ঠানে মাহবুব হাসান মেহেদীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, চেয়ারম্যান প্রার্থী রেজাউল করীম রাসেল (মোটর সাইকেল), মুহাম্মদ হেলাল উদ্দিন (দোয়াত কলম), খন্দকার আব্দুস সালাম (ঘোড়া), কামাল উদ্দিন শিকদার (আনারস)। ভাইস চেয়ারম্যান প্রার্থী হারুন আর রশীদ (মাইক), সেলিম আজাদ (তালা), মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরীন (ক্যামেরা), শাহানাজ আক্তার সাহারা (বৈদ্যুতিক পাখা) ও হাসিনা খালেক ( ফুটবল)।
সুজনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের অনুষ্ঠান সঞ্চলনায় প্রার্থীদের বিভিন্ন প্রশ্ন করেন, আবুল কালাম আজাদ বাদল, সাংবাদিক আব্দুল আলীম অভি, রফিকুল ইসলাম খান, শহিদুল ইসলাম, অঙ্গদেব সরকার প্রমুখ।
আগামী ২৩ মার্চ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে কালিয়াকৈর উপজেলা পরিষদের নির্বাচনে সৎ যোগ্য ও নির্ভিক প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করবে বলে জনতা শপথ করেন।
COMMENTS