কালিয়াকৈর উপজেলা পরিষদ নির্বাচনে সরকার দলীয় প্রার্থীর পক্ষে ফলাফল প্রভাবিত করার প্রতিবাদে মঙ্গলবার নির্বাচন অফিসে স্মারক লিপি প্রদান করবে বিএনপি প্রার্থী। সোমবার দুপুরে কালিয়াকৈর উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও কালিয়াকৈর উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন কবীর খাঁন ও বিএনপি সমর্থীত প্রার্থী মু. হেলাল উদ্দিন বক্তব্য রাখেন, এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এসময় বিএনপির কেন্দ্রিয় কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান, বিএনপির স্থানীয় নেতা দেওয়ান মোয়াজ্জেম হোসেন, আক্তারুজ্জামান উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, রোববার রাতে কালিয়াকের উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণার সময় বিএনপি প্রার্থীর বিজয়ী হবার সম্ভাবনা থাকায় কিছুক্ষণ ফল প্রকাশ বন্ধ রাখা হয়। এ সময় উপজেলা চত্তরে উপস্থিত থাকা বিএনপি দলীয় নেতা কর্মী ও স্থাণীয় লোকজন ফল প্রকাশের দাবী জানালে রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে উপস্থিত বিএনপির নেতা-কর্মী ও লোকজনের ওপর সেনাবাহিনী বিনা উস্কানীতে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে।
এ ঘটনায় ২০/২৫ জন গুরুতর আহত হলে তাদেরকে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়। পরে ঘোষিত ফলাফল পরিবর্তন করে বিএনপি দলীয় সমর্থক মু. হেলাল উদ্দিনের স্থলে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি রেজাউল করীম রাসেল কে বিজয়ী ঘোষণা করেন সহকারী রিটার্নিং অফিসার।
COMMENTS