কালিয়াকৈর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেছেন। এছাড়া ভাইস চেয়াম্যান পদে জামায়াত এবং সংরক্ষিত আসনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী জয়ী হয়েছেন।
রোববার রাত আড়াইটার দিকে কালিয়াকৈর উপজেলা কার্যালয়ের হল রুমে দুই নিকটতম প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান পদপ্রার্থীর উপস্থিতিতে সহকারী রিটার্র্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুর রহমান বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।
উপজেলাটিতে ৫৫ শতাংশ ভোট পড়েছে বলে জানানো হয়েছে। মোট ১২৪টি কেন্দ্রে ভোটারসংখ্যা তিন লাখ এক হাজার ৬৫ জন।
ঘোষিত ফলাফল অনুযায়ী কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রেজাউল করিম রাসেল মোটর সাইকেল প্রতীকে ৫৫ হাজার ১৮৭টি ভোট পেয়ে উপজেলার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপি প্রার্থী কালিয়াকৈর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ হেলাল উদ্দিন দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ৫৩ হাজার ৩৭৩টি ভোট।
ভাইস চেয়ারম্যান পদে জামায়াতে ইসলামী কালিয়াকৈর উপজেলা সেক্রেটারি মো. হারুন-অর-রশিদ মাইক প্রতীকে ৫৮হাজার ৪৪৪টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মো. সেলিম আজাদ তালা প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৪১৭টি ভোট।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেলা মহিলা দলের সদস্য নার্গিস আক্তার কলস প্রতীকে ১৮ হাজার ৮২৬টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ও মৌচাক ইউনিয়ন পরিষদের সদস্য শাহানাজ আক্তার সাহেরা সিলিং ফ্যান প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৩৬৫টি ভোট।
COMMENTS