কালিয়াকৈরে আওয়ামী লীগের দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় উভয় পক্ষের কমপক্ষে আটজন নেতাকর্মী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী সেলিম আজাদ তার কর্মী সমর্থকদের নিয়ে পুর্বচান্দরা বোর্ডমিল এলাকায় প্রচারণা চালাতে যায়। এসময় অপর ভাইস চেয়ারম্যান প্রার্থী কালিয়াকৈর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রফিকুল ইসলাম তুষারের কর্মী সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুই পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় গ্রুপের সুবুর, নুরু মিয়া, ইমরান, সাজ্জাদ, শামীম, শরিফ, বাবুল, হারুন আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক জানান, দুই পক্ষের মধ্যেই হালকা হাতাহাতি হয়েছে। কয়েকজন আহত হয়েছে তবে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, “এখন পর্যন্ত কোন পক্ষের লিখিত অভিযোগ পাইনি।”
COMMENTS