কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরাপাশা গেট এলাকার মাষ্টার কলোনী থেকে বৃহস্পতিবার দুপুরে রোজিনা খাতুন (২৪) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, এক বছর আগে পূর্বচান্দরা মুনসির টেক এলাকার আজিজ মাষ্টারারের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় ফট্রিস কারখানায় চাকরি নেন রোজিনা খাতুন ও তার স্বামী জাহিদ হাসান। গত ২৫ মার্চ থেকে মেয়ের মোবাইলফোন নম্বর বন্ধ পেয়ে বাবার সন্দেহ হয়।
বৃহস্পতিবার সকালে মেয়ের ঘরে এসে তালা দেখতে পান। পরে প্রতিবেশির সহযোগিতায় ঘরের দরজা খুলে বিছানার ওপর গলায় ওড়না পেঁচানো মেয়ের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের গলায় ওড়না পেঁচানো ও শরীরে আঘাতের দাগ ছিল। পুলিশ ধারণা করছে তাকে শ্বাসরুদ্ধ করে খুন করে ঘাতক স্বামী পালিয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
রোজিনা খাতুন কুড়িগ্রাম জেলার চিলমারী থানার দফাদারপাড়া গ্রামের আমিনউদ্দিনের মেয়ে ও স্বামী জাহিদ হাসান যশোর জেলার সদর থানার পুরাতন কসবা কাজীপাড়া এলাকার সোরমান মোল্লার ছেলে।
এ ঘটনায় নিহতের পিতা আমিনউদ্দিন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। কালিয়াকৈর থানার উপরিদর্শক(এসআই) সাইদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
COMMENTS