কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সকল নেতাদের গ্রেফতারের প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈরে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সোমবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বিএনপি অফিসের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। জেলা বিএনপির সধারণ-সম্পাদক ও কালিয়াকৈর উপজেলা বিএনপির সভাপতি কাজী সায়েদুল আলম বাবুলের নেতৃত্বে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপি অফিসের সামনে সমাবেশ করে ।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সধারণ-সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুলে,আ ন ম ইব্রাহিম, পারভেজ আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
COMMENTS