চতুর্থ দফায় ঘোষিত কালিয়াকৈর উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের মধ্যে শুক্রবার প্রতীক বরাদ্দ করা হয়েছে। নির্বাচনে শেষ পর্যন্ত চেয়ারম্যান পদে ছয়জন, ভাইস চেয়ারম্যান পদে ছয়জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্ধিতা করছেন। বড় দুই দলেই রয়েছে একাধিক প্রার্থী। জাতীয় পার্টি থেকে চেয়ারম্যান পদে ও জামায়াতে ইসলামী থেকে ভাইস চেয়ারম্যান একক প্রার্থী রয়েছে।
জানা গেছে, চেয়ারম্যান পদে বিএনপির পাঁচজন, আওয়ামীলীগের সাত জন, জাতীয় পার্টির এক জন, ভাইস চেয়ারম্যান পদে বিএনপির চার জন আওয়ামীলীগের পাঁচ জন, জামায়াতের এক জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দুইজন, বিএনপির দুই প্রার্থী নির্বাচনের প্রতিদ্বন্ধিতার জন্য মনোনয়নপত্র জমা দেন। বৃহস্পতিবার চেয়ারম্যান পথ থেকে সাত জন ও ভাইস চেয়ারম্যান পদ থেকে চার জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। পরে শুক্রবার সকালে বৈধ প্রার্থীদের জন্য প্রতীক বরাদ্দ করা হয়।
চেয়ারম্যান পদে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ (টেলিফোন), উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ হেলাল উদ্দিন (দোয়াত-কলম), উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পারভেজ আহম্মেদ (কাপ-পিরিচ), বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সিকদার (আনারস), কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি রেজাউল করিম রাসেল (মোটরসাইকেল), জাতীয় পার্টির খন্দকার আব্দুস সালাম (ঘোড়া) প্রতীক পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক হারিজ উজ্জামান হারিজ (উড়োজাহাজ), মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোশারফ হোসেন রবিন (চশমা), উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সেলিম আজাদ (তালা), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহব্বায়ক রফিকুল ইসলাম তুষার (টিউবওয়েল), উপজেলা আওয়ামী লীগের সদস্য রতন কুমার সাহা (বই), কালিয়াকৈর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ (মাইক) প্রতীক পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মহিলা লীগ নেত্রী অধ্যাপিকা জায়েদা নাসরিন (ক্যামেরা) ও যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা হাসিনা খালেক (ফুটবল), উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক শাহানাজ আক্তার ছাহেরা (সিলিং ফ্যান) ও গাজীপর জেলা মহিলা দলের নেত্রী ও মালেক চৌধুরী মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা নার্গিস আক্তার (কলস) প্রতীক পেয়েছেন।
যারা মনোনয়পত্র প্রত্যাহার করেছেন, তারা হলেন, চেয়ারম্যান পদে জেলা আওয়ামীলীগের সদস্য মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট দেওয়ান মো. ইব্রাহীম, লায়ন্স ইন্টারন্যাশনাল ক্লাবের সাবেক গভর্নর ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক লায়ন মো. নজরুল ইসলাম, কৃষক লীগের কেন্দ্রীয় নেতা ও মৌচাক ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহাব মিয়া, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি ও আটাবহ ইউপির সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান ইয়াসিন, গাজীপুর বার কাউন্সিলের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট বেলায়েত হোসন বাবু, গাজীপুর জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এইচ এম শওকত ইমরান, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম সিকদার। ভাইস চেয়ারম্যান পদে কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য মো. শাহাদাৎ হোসেন, আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, বিএনপি-উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নূর উদ্দিন আহম্মেদ ও পৌর ছাত্রদলের সভাপতি আমজাদ হোসেন।
COMMENTS