আগামীকাল ৩১ মার্চ গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লা ও ইউনিয়ন ঘুরে ঘুরে দেখা গেছে সকল শ্রেণী পেশার মানুষের মাঝে নির্বাচনী আমেজ বিরাজ করছে। কালীগঞ্জ উপজেলা নির্বাচনে তিনটি পদের জন্য ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন।
১ লক্ষ ৮৬ হাজার ৩৪৬ ভোটকে সামনে রেখে তাদের এ প্রতিদ্বন্দ্বিতা।
বিএনপির সাবেক মেধাবী ছাত্রনেতা মো. মনির হোসেন কালীগঞ্জের অতি পরিচিত মুখ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি কেন্দ্রীয় সংসদের প্রচার সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সহ-সভাপতি ও সর্বশেষ যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ৩ বারের সিনেট সদস্য। দলীয় সমর্থন প্রত্যাশায় ব্যর্থ হয়ে বিএনপি বিদ্রোহী প্রার্থী হিসেবে সাবেক ছাত্রদল নেতা মো. মনির হোসেন সম্মিলিত নাগরিক ফোরাম থেকে চেয়ারম্যান পদে (মোটর সাইকেল) প্রতীক নিয়ে উপজেলার উত্তরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় খুব শক্ত অবস্থানে রয়েছেন।
বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোক্তারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক বাগমার নয়ন (আনারস) প্রতীক নিয়ে দলীয় দিক থেকে মোটামুটি অবস্থানে আছেন।
অপরদিকে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাদের ভোটে মনোনীত কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক কৃষিবীদ মো. মোয়াজ্জেম হোসেন পলাশ (দোয়াত কলম) প্রতীক নিয়ে সরকারী দলের সমর্থিত প্রার্থী হিসেবে ভালো অবস্থানেই আছেন।
চেয়ারম্যান পদে মূলত এই ৩ প্রার্থীর মধ্যে লড়াই হবে। সাধারণ ভোটারের রায় যার দিকে বেশী পড়বে, সেই হবে কালীগঞ্জ উপজেলা পরিষদের নতুন চেয়ারম্যান।
অন্য দু’জন চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছে জাকের পার্টির জুয়েল কবির (কাপ পিরিচ) ও স্বতন্ত্রর মো. সফিকুল ইসলাম (হেলিকপ্টার)।
অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন স্বপন (তালা) ও বিএনপির ১৯ দলের অন্যতম শরীক জেলা জামায়াত ইসলামী রাজনৈতিক ও ছাত্র বিষয়ক সম্পাদক মো. খাইরুল হাসান (চশমা) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত শর্মিলী দাস মিলি (কলস) ও বিএনপি সমর্থিত মনিরা বেগম (ফুটবল) প্রতীক নিয়ে দ্বিমুখী লড়াইয়ে নেমেছেন। নির্বাচনে আছেন মহিলা ভাইস চেয়ারম্যান পদে জাকের পার্টির মাকসুদা বেগমও (হাঁস)।
COMMENTS