কালীগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১২টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল আহ্সান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এসএম নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এডভোকেট আশরাফী মেহেদী হাসান, মহিলা ভাইস-চেয়ারম্যান তাসলিমা রহমান লাভলী উপস্থিত ছিলেন।
উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর তরিকুল ইসলাম সেগুনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মুক্তিযুদ্ধের সংগঠক কেবিএম মফিজুর রহমান, মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, রেজাউল করিম ভূঁইয়া, মোস্তফা মিয়া, হিউবার্ড ডি কস্তা, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের যুগ্ম সম্পাদক ইব্রাহিম খন্দকার প্রমুখ।
COMMENTS