‘অগ্রগতির মূলকথা, নারী-পুরুষ সমতা’ প্রতিপাদ্য বিষয়ে সারা বিশ্বের মতো গাজীপুরের কালীগঞ্জেও বিভিন্ন কর্মসূচিতে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বরে নারী উদ্যোক্তাদের নিয়ে ৩ দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে।
দিবসটি উদ্যাপন উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বেসরকারী উন্নয়ন সংগঠন কারিতাস, ইন্টারভিডা ও বাঁচতে শেখার যৌথ সহযোগীতায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বিশাল বর্ণাঢ্য র্যালী আয়োজন করে মহিলা বিষয়ক অধিদপ্তর ও মহিলা সংস্থা কালীগঞ্জ শাখা।
এতে উপজেলার সকল স্তরের মানুষের অংশগ্রহণে কালীগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল আহ্সান তালুকদারের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক অফিসার ফারহানা ইয়াসমিনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভাস্কর দেবনাথ বাপ্পি, মৎস্য অফিসার মুহাম্মদ দেলোয়ার হোসাইন, শিক্ষা অফিসার মো. আবু ইউসুফ খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পরিমল চন্দ্র ঘোষ ও এবিএম তারিকুল ইসলাম, মহিলা সংস্থা কালীগঞ্জ শাখার চেয়ারম্যান আমিনা আক্তার, সমম্বয়কারী জেসমিন বেগম প্রমুখ।
পরে উপজেলা যুব উন্নয়ন অফিসার শেখ নওশের আলীর উপস্থাপনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
COMMENTS