কালীগঞ্জে সরকারী সিকিস্তি জমি হতে মাটি চুরি করে নিয়ে যাওয়ার পথে লরি উল্টে চালকের নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
স্থানীয়রা জানায়, বুধবার রাতে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের একুতা গ্রাম শীতলক্ষ্যা নদী সংলগ্ন এলাকায় নদীর পাড় কেটে মাটি চুরি করে নিয়ে যাওয়ার সময় লরি উল্টে ঘটনাস্থলে চালক সাইফুল ইসলাম (১৫) মাটি চাপা পড়ে নিহত হয়। নিহত সাইফুল একুতা গ্রামের মো. কালা চাঁন মিয়ার ছেলে।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আক্তার হোসেন ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে সাইফুলের মৃতদেহ উদ্ধার করেছে।
COMMENTS