কালীগঞ্জ উপজেলা নির্বাচনে জামায়াত প্রার্থীকে নির্বাচন আচরণ বিধি লঙ্গনের দায়ে জামায়াত ইসলামীর সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. খায়রুল ইসলামকে শোকজ প্রদান করা হয়েছে।
রবিবার সকালে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার মো. কামরুল আহ্সান তালুকদার নির্বাচন আচরণ বিধিমালা-২০১৩ এর ২০ ধারা লঙ্গন করার অপরাধে তাকে শোকজ প্রদান করেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কালীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ আদায়ের পর মো. খায়রুল ইসলাম নির্বাচনী প্রচারনা ও দোয়া প্রার্থনা করেন। এ কারণে সহকারী রিটানিং অফিসার আগামী ২৪ ঘন্টার মধ্যে শোকজ নোটিশের জবাব দিতে বলা হয়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত রবিবার দুপুরে খায়রুলের পক্ষে তার প্রতিনিধি শোকজের জবাব দিয়েছে এবং বিষয়টি যাচাই বাচাই চলছে বলে জানা যায়।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কালীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ আদায়ের পর মো. খায়রুল ইসলাম নির্বাচনী প্রচারনা ও দোয়া প্রার্থনা করেন। এ কারণে সহকারী রিটানিং অফিসার আগামী ২৪ ঘন্টার মধ্যে শোকজ নোটিশের জবাব দিতে বলা হয়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত রবিবার দুপুরে খায়রুলের পক্ষে তার প্রতিনিধি শোকজের জবাব দিয়েছে এবং বিষয়টি যাচাই বাচাই চলছে বলে জানা যায়।
COMMENTS