“শিক্ষাই জীবনের মূল, ঝরে পড়া বিরাট ভূল” প্রতিপাদ্য বিষয়ে সারদেশের ন্যায় গাজীপুরের কালীগঞ্জেও বিভিন্ন কর্মসূচিতে পালিত হচ্ছে জাতীয় শিক্ষা সপ্তাহ।
এ উপলক্ষে রবিবার সকাল ১০টায় উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে পরিষদ চত্ত্বর থেকে একটি বিশাল বর্ণাঢ্য শিক্ষা র্যালী কালীগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা শিক্ষা অফিসার মো. আবু ইউসুফ খানের সভাপতিত্বে শহীদ ময়েজ উদ্দিন অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল আহ্সান তালুকদার। অন্যদের মাঝে বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) ভাস্কর দেবনাথ বাপ্পি, উপজেলা প্রকৌশলী মো. আমিনুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, যুব উন্নয়ন অফিসার শেখ নওশের আলী, সহকারী শিক্ষা অফিসার মো. মনির হোসেন প্রমুখ।
COMMENTS