কাপাসিয়ায় শনিবার রাতে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন স্থানে দেড় শতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড ও শত শত গাছপালা ভেঙ্গে পড়েছে। এ সময় মিনারা বেগম (৪৫) নামের এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত আরো ১০জন।
জানা যায়, রাত সাড়ে নয়টার দিকে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে উপজেলার টোক ইউনিয়নের পাঁচুয়া গ্রামের রাখি উদ্দিনের স্ত্রী মিনারা প্রকৃতির ডাকে ঘরের বাহিরে গেলে প্রচন্ড দমকা বাতাসে মাটির ঘরের টিনের চালার নীচে চাপা পড়ে। পরে বাড়ির লোকেরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
এছাড়া ওই গ্রামের কাঁচাপাকা মিলিয়ে ৩০ টিরও অধিক ঘর বাড়ি ভেঙ্গে লন্ডভন্ড হয়ে যায়। ঝড় ও শিলা বৃষ্টিতে উপজেলার সন্মানিয়া, রানীগঞ্জ, তারাগঞ্জ, কাপাসিয়া, জামিরাররচর, সূর্য নারায়নপুর, টোক ও তরগাঁও গ্রামের শতাধিক ঘরবাড়ি এবং বিভিন্ন প্রকারের কয়েক শত গাছপালা ভেঙ্গে গেছে। আহত হয়েছে সাজেদা (২২) হিরন (৩০) মোশাররফ (৪৫) রিপন (৩২) বেলায়েত (৩৭) সহ অন্তত ১০ জন।
শিলাবৃষ্টির কারনে জাতীয় ফল কাঁঠাল, লিচু, আমের মুকুলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।
COMMENTS