কাপাসিয়া উপজেলা প্রকৌশল অফিসে দরপত্র ক্রয়ে বাধা দেয়ায় গতকাল দুপুরে যুবলীগ ও ছাত্রলীগের মাঝে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
উপজেলা পরিষদের রাজস্ব খাতের ২০১৩-১৪ অর্থবছরের বাজেটের আওতায় বিভিন্ন কাজের ১ কোটি ২৮ লাখ ৩৩ হাজার ৬৩৪ টাকার ১৭টি গ্রুপের দরপত্র আহ্বান করা হয়েছে। আগামী ৩১ মার্চ দরপত্র জমা দানের শেষ দিন। এর আগে ৩ মার্চ পত্রিকার মাধ্যমে দরপত্র বিজ্ঞপ্তি (নং-০৩/২০১৩-১৪) প্রকাশ করা হয়। গত কয়েক দিন ধরে বিভিন্ন ঠিকাদার দরপত্র ক্রয় করতে গেলে যুবলীগ ছাত্রলীগের একাংশের নেতারা তাতে বাধা দেয়।
গতকাল দুপুরে উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম ও আলমগীর হোসেনের নেতৃত্বে ১৫-২০ জন এলজিইডি অফিসে দরপত্র ক্রয় করতে যায়। আগে থেকেই সেখানে অবস্থান নেয় যুবলীগের সভাপতি মাহবুব উদ্দিন সেলিম ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, আবদুর রব দরজিসহ যুবলীগ ও ছাত্রলীগের বেশ কয়েক জন। সে সময় তারা কাউকে দরপত্র ক্রয় করতে না দিয়ে বাধা প্রদান করে বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে দু’গ্রুপে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় অফিসপাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনার সময় উপজেলা প্রকৌশলী ছাবের আলী তার কক্ষে থাকলেও কোনো ব্যবস্থা না নিয়ে তড়িগড়ি করে প্রাইভেট কার যোগে অন্যত্র চলে যায়। এ ব্যাপারে প্রকৌশলী ছাবের আলী জানান, কেউ দরপত্র ক্রয় করতে চাইলে কিনতে পারে। নিরাপত্তার জন্য থানায় খবর দেয়া হয়েছে।
COMMENTS