কাপাসিয়া উপজেলায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় ঢাকা আহছানিয়া মিশন কতৃক গার্ল পাওয়ার প্রকল্পের বালিকা ও যুব-নারী কনভেনশন এবং সাংবাদিক সম্মাননা অনুষ্ঠান ২০ মার্চ বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো: আলাউদ্দিন আলীর সভাপতিত্বে কনভেনশনে বক্তব্য রাখেন সাবেক এম পি ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, প্ল্যান ইন্টারন্যাশনালের প্রোগ্রাম ইউনিট ম্যানেজার মো: আব্দুল কুদ্দুছ, প্রোগ্রাম কোয়ালিটি প্রাইমারি এডুকেশনের সাইফুল ইসলাম, প্রোজেক্ট কো-অর্ডিনেটর শিশু সুরক্ষা নার্গিস বেগম, প্রজেক্ট কো-অর্ডিনেটর মো: শরিফুল হক, কাপাসিয়া সি এস ও নেটওয়ার্ক কমিটির সভাপতি প্রভাষক আমজাদ হোসেন, সহ-সভাপতি আইন উদ্দিন, সাধারণ সম্পাদক নূরুল আমীন সিকদার, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রওশন আরা সরকার, টেকনিক্যাল অফিসার শফিকুল উসলাম প্রমূখ।
অনুষ্ঠানে বালিকা ও যুব নারীর প্রতি সহিংসতা বন্ধ, শিশু বিবাহ বন্ধ এবং শিশু সুরক্ষা বিষয়ে সংবাদ প্রকাশের জন্য দৈনিক ভোরের পাতার মনজুরুল হক, দৈনিক ভোরের কাগজের নূরুল আমীন সিকদার ও আলোকিত বাংলাদেশের আকরাম হোসেন রিপনকে সম্মাননা দেয়া হয়েছে। পরে শিশু বিবাহ প্রতিরোধে বিশেষ নাটক, কারাত শো, নৃত্য ও সঙ্গীতানুষ্ঠান হয়েছে।
COMMENTS