কাপাসিয়ায় আওয়ামী লীগ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ছাত্রলীগের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। দলীয় শৃংখলা ভঙ্গের কারণে বহিষ্কার করা হয়েছে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান আরিফ ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আমানত হোসেন খানকে।
এদিকে উত্তেজনা ও সংর্ঘষের আশঙ্কা থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শনিবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বহিষ্কৃত সাধারণ সম্পাদকের ডাকা বর্ধিত সভা পৃথক স্থানে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহর ডাকা বর্ধিত সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য বঙ্গতাজকন্যা সিমিন হোসেন রিমি।
আরিফের সমর্থকরা সকাল ৯টার পর থেকেই পাবুর রোডের কদমতলা এসে জড়ো হতে থাকে। শহরের প্রবেশ মুখে অবস্থান নেয় সভাপতি গ্রুপের কর্মীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সভাপতি মুহাম্মদ শহীদুল্লাহ’র সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি। বক্তব্য দেখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আজগর রশিদ খান, কেন্দ্রীয় শ্রমিকলীগের সহসভাপতি হাবিবুর রহমান আকন্দ, কেন্দ্রীয় যুবলীগ নেতা আলমগীর হোসেন, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রেজাউর রহমান লস্কর মিঠু, উপজেলা যুবলীগের সভাপতি মাহবুবউদ্দিন সেলিম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রধান।
সভায় আরিফের বহিষ্কার সাধারণ সভায় অনুমোদন, ভাইস চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী আমানতের উপজেলা কমিটির সদস্য থেকে অব্যাহতি এবং উপজেলা ছাত্রলীগ বিদ্রোহীদের সঙ্গে থাকায় তাদের কার্যক্রম স্থগিত ও তিন মাসের মধ্যে নতুন কমিটি গঠন করার সিদ্ধান্ত নেয়া হয়।
অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফজলুল হক সরকারের সভাপতিত্বে শহরের পাবুর রোডে অনুষ্ঠিত হয় আরিফ গ্রুপের সভা। এতে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আমানত হোসেন খান, বহিষ্কৃত সাধারণ সম্পাদক আনিসুর রহমান আরিফ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহীনুর ইসলাম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইয়ামীন খান সমর, জেলা ছাত্রলীগ নেতা আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম দরজী, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রুবেল।
পরে আমানত ও আরিফের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের কেরতে চাইলেও তা পুলিশের বাধায় পণ্ড হয়ে যায়।
COMMENTS