সীমানা পিলার চুরি করে সহজে কোটি পতি হওয়ার আশায় গণ-পিটুনিতে হাসাপাতালে ভর্তি রয়েছে দিনমজুর আয়েছ আলী (৫০)। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ১৮ মার্চ দিবাগত রাত ২টায় গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার আঞ্জাব গ্রামে।
আঞ্জাব গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও ঈদগাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল ইসলাম মতিন জানান, গত ১৯ ফেব্রুয়ারি রাত থেকে আঞ্জাব গ্রামের ধীরেন্দ্র মাস্টারের বাড়ির পাশে একটি সুড়ঙ্গের চিহ্ন দেখা যায়। গত ১৯ মার্চ রাত ২ টার দিকে একই স্থানে ব্যাংক চুরি স্টাইলে একটি সুড়ঙ্গ কাটাবস্থায় গ্রাম বাসী দেওনা গ্রামের আয়েছ আলী, মৈশন গ্রামের জয়নাল আবেদীন, উত্তরখামের গ্রামের আনোয়ার , ইউসুফ, নরসিংদীর হানিফা কবিরাজকে আটক করে। গ্রামের উত্তেজিত জনতা তাদের বেদরক পিটুনি দেয়। পরে ইউপি সদস্য সহ গন্যমান্য লোকজনের উপস্থিতিতে পিলার চুরি না করার শর্তে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়।
এমন ঘটনায় এক প্রবীন ভদ্রলোক মন্তব্য করে বলেন অতি লোভে তাতীঁ নষ্ট।
COMMENTS