কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে রোববার বিকেলে শহরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি।
প্রধান বক্তা ছিলেন গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, সহ-সাধারণ সম্পাদক আব্দুল হাদি খান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আজগর রশীদ খান, প্রবীন নেতা আব্দুল কবির মাষ্টার, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট রেজাউর রহমান লস্কর মিঠু, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মোবারক হোসেন খান, মাহবুব উদ্দীন আহম্মদ সেলিম, সাখাওয়াত হোসেন, রাজিব ঘোষ প্রমূখ।
COMMENTS