কাপাসিয়ায় আজ সন্ধ্যা ৭টার দিকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন অলককে (৩২) গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলার তরগাঁও গ্রামের বাছির উদ্দিনের ছেলে।
জানা গেছে, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন অলক আজ বিকালে গাজীপুর থেকে কাপাসিয়া আসার পথে খোদাদিয়া গ্রাম থেকে আটক করে থানায় আনে পুলিশ। এ সময় তার ব্যবহৃত একটি ইয়ামাহা এফজেড মডেলের মোটরসাইকেল ছিল। তার বিরুদ্ধে কাপাসিয়া থানায় একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
কাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেক দলের সভাপতি মনির হোসেন জানান, আমার জানামতে অলকের বিরুদ্ধে থানায় কোন মামলা নেই। পুলিশ বিনা কারণে তাকে গ্রেফতার করেছে।
কাপাসিয়া থানার ওসি আহসান উল্লাহ্ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সালাহ উদ্দিন অলকের বিরুদ্ধে থানায় কয়েকটি মামলা রয়েছে।
COMMENTS