কোনাবাড়িতে সড়ক দুর্ঘটনায় কাশিমপুর কারাগারের এক কারারক্ষী আশরাফ হোসেন (২৮) নিহত ও অপর এক কারারক্ষী মোক্তার হোসেন (৩০) আহত হয়েছেন।
হাসপাতাল ও কারাগার সূত্র জানায়, কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট-২ তে কর্মরত দু’জন কারারক্ষী শনিবার দুপুর সাড়ে বারটায় কারাগার থেকে মোটর সাইকেল যোগে কোনবাড়ি যাচ্ছিলেন। তারা ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি সেন্ট্রাল হাসপাতালের সামনে পৌঁছলে বিপরীত দিকে থেকে আসা একটি কাভার্ড ভ্যান মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়।
গুরুতর অবস্থায় কারারক্ষী আশরাফ হোসেনকে (২৮) উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
COMMENTS