কালীগঞ্জে চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয়ে সোমবার দুপুরে ছাত্রীদের কারাতে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন মার্শাল আর্ট চিত্রনায়ক রুবেল।
জানা যায়, কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে জামালপুর ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় কারাতে প্রশিক্ষণে চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪০ জন ছাত্রী অংশ গ্রহণ করে। উপজেলা নিবার্হী অফিসার মো. কামরুল আহ্সান তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- জামালপুর ইউপি চেয়ারম্যান মো. খাইরুল আলম, উপজেলা প্রকৌশলী মো. আমিনুর রহমান, প্রকল্প বাস্তবায়ন অফিসার মো, আবুল কালাম, শিক্ষা অফিসার মো. আবু ইউসুফ খান, উপ-সহকারী প্রকৌশলী সৈয়দ তদবীরুর রহমান, খল অভিনেতা চিতা, ইউএনও’র সিএ মো. নুরুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. রেনুকা ইয়াসমিন। ব্লাক বেল্ট-৩য় ড্যান, জাতীয় কারাতে রেফারি মো. নজরুল ইসলাম প্রশিক্ষণ করান।
ইউএনও কামরুল আহসান তালুকদার জানান, মেয়ে শিক্ষার্থীদের ইভটিজিং থেকে রক্ষার জন্য তাদের আত্মনির্ভর করা হচ্ছে। চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের মতো উপজেলার সকল বালিকা বিদ্যালয়গুলোতে পর্যায়ক্রমে ছাত্রীদের প্রশিক্ষণ প্রদান করা হবে। তারা প্রশিক্ষিত হওয়ার পর তাদের আর কেউ অবলা বলার সুযোগ পাবে না।
এর আগে সকালে মাসুম পারভেজ রুবেল উপজেলার জামালপুর আর এম বিদ্যাপীঠ মাঠে বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন। পরে তিনি বিকাল ৫টায় গত ৩ মার্চ থেকে শুরু হওয়া কালীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণরত ছাত্রীদের প্রশিক্ষণ দেখেন এবং কারাতের বিভিন্ন কলা-কৌশল তাদের বুঝান।
COMMENTS