কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে শুক্রবার রাতে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। মৃত কয়েদির নাম আ. রহিম খান(৭০), পিতার নাম মৃত আ. আজিজ খান। বাড়ি কিশোরগঞ্জ সদর থানার অষ্টবাগ গ্রামে। তিনি একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।
পুলিশ ও কারা সূত্র জানায়, শুক্রবার রাতে বুকে ব্যথা অনুভব করায় বন্দীকে কারা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে গাজীপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানেই তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে লাশ আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
জয়দেবপুর থানার এসআই কামরুন্নাহার জানান, এ ব্যাপারে সিনিয়র জেল সুপার আব্দুর রাজ্জাক বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছেন।
COMMENTS