নিজস্ব প্রতিবেদক: ২৬ মার্চ সমস্বরে জাতীয় সংগীত গেয়ে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে বাংলাদেশের নাম সংযোজনের যে উদ্যোগ নেওয়া হয়েছে তাতে ২ লাখ পোশাক শ্রমিক অংশগ্রহণ করবেন। তৈরি পোশাক শ্রমিকদের সংগঠন বিজিএমইএ দ্বিতীয় সহ সভাপতি এস এম মান্নান কচি এ কথা নিশ্চিত করেছেন। বিকেল সোয়া চারটার দিকে বিজিএমই ভবনে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, রানা প্লাজার পর বাংলাদেশের পোশাক শিল্প নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। হয়েছে অনেক ষড়যন্ত্র। তারপরও আমাদের পোশাক শিল্প এগিয়ে যাচ্ছে। নিজেদের গর্ব জাতীয় সংগীত গেয়ে এবার বিশ্বরেকর্ড করবে পোশাক শ্রমিকরা।
তিনি আরো বলেন, একসঙ্গে জাতীয় সংগীত গাওয়া আবেগের বিষয়। এসময় বিজিএমইএর পক্ষ থেকে জানানো হয়, বিশ্বরেকর্ডের জন্য বিজিএমইএ‘র পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। শিল্পকলার ৭০ জন শিল্পী দিয়ে কয়েক দফায় শ্রমিকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এজন্য আগামী ২২-২৪ মার্চ রোড শো করা হবে।
এছাড়া ২৬ মার্চ জাতীয় সংগীত গাইতে যারা দূর-দূরান্ত থেকে আসবেন তাদের জন্য গাড়ির ব্যবস্থা থাকবে বলেও তিনি জানান। বিজিএমইএ’র সদস্য আহাদ আলী আনছারিসহ অন্যান্য মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
২৬ মার্চ স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড স্কয়ারে সর্বাধিক গণজমায়েতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে এ উদ্যোগ বাস্তবায়নের কথা ভাবা হচ্ছে। জানা যায়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের যৌথ উদ্যোগে এ গণজমায়েত অনুষ্ঠিত হবে।
COMMENTS