আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠেয় ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ অনুষ্ঠানে সব শ্রেণির মানুষ অংশ নিতে পারবে বলে জানিয়েছেন প্রভোস্ট মার্শাল ব্রিগেডিয়ার জেনারেল সারাফাত হোসেন।
শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, অনুষ্ঠানে প্রবেশ শুরু হবে সকাল সাড়ে ৬টায়। সকাল ৯টা থেকে শুরু হয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে বেলা ১১টা পর্যন্ত। শেষ পর্বের মূল আয়োজনে লাখো কণ্ঠে ধ্বনিত হবে জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’।
সারাফাত হোসেন বলেন, গিনেস বুকে বাংলাদেশের নাম অন্তর্ভুক্তি করাই মূল উদ্দেশ্যে। এ জন্য ৩ লাখ মানুষ জাতীয় প্যারেড গ্রাউন্ডে সমবেত হওয়ার সুযোগ পাবেন। যদি ৮টার মধ্যেই ৩ লাখ লোক পূর্ণ হয়ে যায় তাহলে অতিরিক্ত কাউকে ভেতরে প্রবেশ করানো সম্ভব হবে না। তবে যারা আশপাশে উপস্থিত হবেন তারা যে যেখানে থাকবেন সেখান থেকেই অংশ নিতে পারবেন।
তিনি বলেন, অনুষ্ঠান শুরু হওয়ার আগেই প্যারেড গ্রাউন্ডে শিল্পকলা একাডেমীর তত্ত্বাবধানে জাতীয় সংগীতের রিহার্সেল হবে। এর আগে থেকেই সশস্ত্র বাহিনী থেকে তিন স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে।
কর্মসূচিটি সুন্দর ও সু্ষ্ঠুভাবে করার জন্য ২৬ মার্চ মিরপুরে বেশ কিছু সড়কে যান চলাচল সীমিত থাকবে—উল্লেখ করে সংবাদ সম্মেলনে কর্মসূচিতে আগতদের ব্যক্তিগত গাড়ি না আনার জন্য অনুরোধ জানানো হয়েছে।
অনুষ্ঠান সফল করতে সহজে অংশগ্রহণকারীদের উপস্থিতি নিশ্চিতে ২৬ মার্চ সকাল ৬টা থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত রাজধানীর গুরুত্বপূর্ণ ৫টি সড়কে যানবাহন চলাচল সাময়িক বন্ধ থাকবে বলে জানান তিনি।
২৬ মার্চ সকাল ৬টা থেকে ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত যেসব রাস্তায় যান চলাচলে বিধি-নিষেধ থাকবে- মিরপুর ১০ নম্বর গোলচত্ত্বর থেকে সংসদ ভবন এলাকার খেজুর বাগান, বিজয় সরণি মোড় হতে চন্দ্রিমা উদ্যান, শ্যামলী শিশু মেলা থেকে আগারগাঁও মোড়, মানিক মিয়া এভিনিউ থেকে এর উত্তর পাশের রাস্তা এবং বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে গণভবন পর্যন্ত রাস্তায় যানবাহন চলবে না।
সংবাদ সম্মেলনে ডিএমপির কমিশনার বেনজীর আহমেদ এবং নবম পদাতিক ডিভিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
COMMENTS