শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের লোহাগাছিয়া সাধুর বাজার এলাকায় লালন গবেষক ফকির খালেক সাঁইর আখড়াবাড়িতে শুক্রবার হতে তিন দিনব্যাপী লালন মেলা ও স্মরণোৎসব শুরু হয়েছে।
শুক্রবার সকালে এশিয়া মহাদেশের প্রখ্যাত আধ্যাত্মিক সাধক ও গবেষক বলন কাঁইজি ওই স্মরণোৎসব ও মেলার উদ্বোধন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোহাগাছিয়া কাদরিয়া দরবার শরিফের প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল আওয়াল। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সাবেক উপজেলা চেয়ারম্যান আফজাল হোসেন কায়সার প্রমুখ।
আয়োজক সূত্রে জানা গেছে, তিন দিনব্যাপী লালন স্মরণোৎসবে অনুষ্ঠিতব্য আলোচনা সভা গুলোতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক এমপি, নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি, গাজীপর জেলা পরিষদ চেয়ারম্যান আখতার উজ্জামান, আধ্যাতিক সাধক বলন কাঁইজি, কুষ্টিয়ার লালন একাডেমির প্রধান প্রশিক্ষক ওস্তাদ আক্কাস আলী সাঁই প্রমুখ আলোচনায় অংশ নেবেন।
এ ছাড়া স্মরণোৎসবের সঙ্গীতানুষ্ঠানে লালন শিল্পী ফরিদা পারভীন, চন্দনা মজুমদার, রিংকু, দীল আফরোজ সাথী, নির্মল চন্দ্র মজুমদার, লিপি সরকার, সুমি সবনম, ভজন ক্ষ্যাপা, মাহমুদা আক্তার শিল্পী, ভারতের শংকর গোস্বামীসহ দেশ বরেণ্য লালন শিল্পীগণ সঙ্গীত পরিবেশন করবেন।
স্মরণোৎসবের আলোচনা সভার সঞ্চালক সাংবাদিক মাহফুজুল হক জানান, এবারের স্মরণোৎসব ও মেলায় লক্ষাধিক লোকের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। আগামী ১৬ মার্চ এ স্মরণোৎসব ও মেলার সমাপ্তি হবে।
COMMENTS