শ্রীপুর উপজেলার লোহাগাছিয়া সাধুর বাজারে লালন স্মরণোৎসব ও মেলা শেষ হয়েছে। গত শুক্রবার থেকে এ উৎসব শুরু হয়ে সোমবার ভোরে শেষ হয়। এটি দেশের দ্বিতীয় বৃহত্তম লালন স্মরণোৎসব।
সাধুসঙ্গে আসা সাধক ও লালন ভক্ত এবং অনুরাগীরা সাধুর বাজারে নিজেদের আসর সাজিয়ে লালনের গুন-গান ও তার কর্মজীবনের আলোচনা করেন।
লালন গবেষক বলন কাঁইজী বলেন, “জাতি-ধর্ম নির্বিশেষ লালন স্রষ্টা প্রেমের পথ নির্দেশ করেন।”
মানুষের ভজন সাধন করলেই আল্লাহ প্রেমে নিজেকে সম্পৃক্ত করা যাবে বলে লালন তার বাণীতে উল্লেখ করেন।
উৎসবের সঞ্চালক মোহাম্মদ মাহফুজুল হক জানান, সাধুর বাজারের প্রতিষ্ঠাতা ফকির খালেক সাঁই এই উৎসবের আয়োজন করেন। এ উপলক্ষ্যে সাধুর বাজার ঘিরে মেলায় নিত্য প্রয়োজনীয় আসববাসহ সকল প্রকার ব্যবহৃত পণ্য বেচাকেনা হয়েছে।
COMMENTS