জামায়াতে ইসলামিকে উদ্দেশ্য করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, এজিদের রাজত্ব এদেশে চলবে না। এজিদপন্থী যারা, মতবাদের আন্দোলন এদেশে প্রতিষ্ঠিত করতে চায়, তারা কখনোই তা করতে পারবে না। আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের নামে তা বিশ্বাস করি। তাই অসাম্প্রদায়িকতার রাজনীতি এবং মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতিতে ফিরে আসতে হবে।
শুক্রবার সকালে মাদারীপুর সদর হাসপাতাল চত্বরে আচমত আলী খান রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে এবং কেনিয়ার টাইবা মেডিকেল সেন্টারের সহযোগিতায় সপ্তাহব্যাপী ঠোঁট কাটা, তালু কাটা রোগীদের আন্তর্জাতিক মানের বিনামূল্যে চিকিৎসা শিবির উদ্বোধনকালে তিনি এই কথা বলেন।
ধর্মের নামে ভুল ব্যাখ্যা দিয়ে সমাজে বিভ্রান্তি ছড়ানোর কারণে জামায়াত ইসলামকে নিষিদ্ধ করা দরকার বলেও মন্ত্রী মন্তব্য করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মিয়াজউদ্দিন খান। আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক জিএসএম জাফর উল্লাহ, পুলিশ সুপার খোন্দার ফরিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. নুরুজ্জামান আহমেদ ও সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান প্রমুখ।
COMMENTS