মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, নির্বাচনে ভোট দেয়াটাকেই গণতন্ত্রের রেওয়াজে পরিণত হয়েছে। নির্বাচনে ভোট দিলেই ধরে নিই এটা গণতন্ত্র। কিন্তু গণতন্ত্রের অর্থ সেটি নয়। জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের জনগণের কাছে জবাবদিহিতা থাকতে হবে। শুধু ভোটের দিন সবার সমান অধিকার থাকলে হবে না। প্রকৃত পক্ষে আমরা কেউ গণতন্ত্র চর্চা করি না।
শনিবার যশোর টাউন হল ময়দানে বেসরকারি সংস্থা ডেমোক্রেসি ওয়াচ ও ইউএসএইড আয়োজিত দুইদিন ব্যাপী গণতন্ত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মোজাম্মেল হক আরও বলেন, ব্যালটের বাইরেও মানুষের অধিকার রয়েছে। জনগণের ভোটে নির্বাচিতদের জনগণের কাছে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকতে হবে। গণতান্ত্রিক চর্চার না থাকলে দেশ এগোতে পারে না। যে দেশের গণতন্ত্র যত শক্তিশালী সে দেশ ততো এগিয়ে যাবে। যার যার কাজ তারা করলে কোন সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু আমরা সেটাই করি যেটা নিজের কাজ নয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর-৫ আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য, জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার আনিসুর রহমান, শুভেচ্ছা বক্তব্য রাখেন ডিপিপিএফ জেলা সমন্বয়ক ফজলুল হক, জেলা ডিপিপিএফ যুগ্ম আহবায়ক প্রশান্ত দেবনাথ,ইউনিয়ন পরিষদ ফোরামের উপদেষ্টা আব্দুর রাজ্জাক ফুল।
স্বাগত বক্তব্য রাখেন দি এশিয়া ফাউন্ডেশনের প্রদীপ প্রকল্পের পরিচালক শিলা তাসনিম হক ও নির্বাহী পরিচালক তালেয়া রেহমান। অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রদীপ প্রকল্পের সমন্বয়কারী মুজতবা শামীম।
দুই দিনের গণতন্ত্র উৎসবে ২১টি প্রতিষ্ঠান স্টলে অংশগ্রহণ করেছে। আগামীকাল এ উৎসব শেষ হবে।
COMMENTS